তাপস চন্দ্র সরকার, (চট্টগ্রাম উত্তর) : কুমিলা-১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সদস্যদের অভিযাগে ৫ লাখ ৯৬ হাজার ৩’শ ৬০ টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করেছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে একাধিক টহল পরিচালনা করে ভারতীয় গাজা- ১৫ কেজি, হুইস্কি- ১১৪ বোতল, বিয়ার- ১৪ বোতল, ট্যাংগু মদ- ২০ বোতল, স্কাপ সিরাপ- ৯৯ বোতল, কোরেক্স সিরাপ- ৭২ বোতল, চকলেট- ৬৪৫৬ পিছ, জিরা- ৮১ কেজি এবং বাংলাদেশী আলু ১৮০ কেজি আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য- ৫ লাখ ৯৬ হাজার ৩’শ ৬০ হাজার টাকা। আটককৃত মালামাল কুমিলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর/কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।