শুক্রবার , ৮ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দপুরে সড়কের ওপর বৈদ্যুতিক ট্রান্সফরমার, ঝুঁকি নিয়ে চলছে মানুষ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৩ ৪:০৩ অপরাহ্ণ

Transformarনীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের পৌর এলাকার বাঁশবাড়ি মহল্লায় ব্যস্ততম সড়কের ওপর একটি ভ্রাম্যমান বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানো হয়েছে। প্রায় ৪ মাস আগে বসানো ট্রান্সফরমারটির পাশ দিয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। অথচ সৈয়দপুরবিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের এটি সরানোর কোন উদ্যোগ নেই। এতে করে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে।
জানা যায়, সৈয়দপুর পৌর এলাকার ১৪নং ওয়ার্ডের বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ঘেঁষে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারটি গত রমজান মাসে আকর্ষিক বিকল হয়ে পড়ে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শত শত বিদ্যুৎ গ্রাহক পড়েন সীমাহীন দুর্ভোগে। বিদ্যুৎ গ্রাহকদের কথা চিন্তা করে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র বিকল বৈদ্যুতিক ট্রান্সফরমারটি মেরামতের উদ্যোগ নেয়। তারা সেটি মেরামতের জন্য বৈদ্যুতিক খুঁটি থেকে খুলে নিয়ে যায়। আর ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ অব্যাহ রাখতে সেখানে সড়কের ওপর একটি ভ্রাম্যমান বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানো হয়েছে। একটি ট্রলির ওপর স্থাপিত ট্রান্সফরমারটি বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বাইরে একেবারে ব্যস্ততম সড়কের ওপর বসানো হয়। বর্তমানে ওই ভ্রাম্যমান বৈদ্যুতিক ট্রান্সফরমারটির সাহায্যে এলাকায় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। এরপর প্রায় ৪ মাস গত হলেও মুল ট্রান্সফরমারটি যথাযথ স্থানে প্রতিস্থাপন না করায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে। স্কুলের শিক্ষকরা জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের আসা-যাওয়ার সময় সড়কের ওপর বসানো বৈদ্যুতিক ট্রান্সফরমারটির পাশে দাঁড়িয়ে দেখভাল করতে হয় তাদের। যাতে কোন শিক্ষার্থী ভ্রাম্যমান বৈদ্যুতিক ট্রান্সফরমারটির সংস্পর্শে না আসে। এ অবস্থায় এলাকাবাসী ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমারটি অবিলম্বে সরিয়ে নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার স্থাপনের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!