হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে কেন্দ্রে কর্তব্যরত ২ শিক্ষকসহ ৫ পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার সকালে রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে।
জানা যায়, সিরাজগঞ্জ রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাইরে থেকে উত্তর পত্র এনে লেখার সময় আনজু মনোয়ারা পারভীন (রোল ২৭০৮৪) কে হাতে নাতে ধরে কেন্দ্রে কর্তব্যরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম। ওই ঘটনার জন্য আনজুকে বহিস্কার করা হয়। সেই সাথে আনজুকে সহযোগিতার অভিযোগে কক্ষে দ্বায়িত্বপ্রাপ্ত পরিদর্শক খাগা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছানোয়ার হোসেন ও পাঙ্গাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলেখা ওবায়দা রেখাকে ৩ বছরের জন্য সকল নিয়োগ পরীক্ষা থেকে বহিস্কার করা হয়। এ ছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে সিরাজগঞ্জ সরকারী কলেজ কেন্দ্র থেকে মনিরুল ইসলাম (রোল ১১৯০৮),জিবু আকন্দ (রোল ১১৯৩৮) ও আমিনুল ইসলাম (রোল ১০৯১৬) এবং জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে শারমিন সুলতানা (রোল ২৪০২৮) কে বহিস্কার করা হয়। নিয়োগ পরীক্ষায় দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।