মেহের আমজাদ, মেহেরপুর: সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মেহেরপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইউনিটির বৃহস্পতিবার মেহেরপুরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০টার দিকে জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনের প্রধান সড়কে ওই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে ঊপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি রফিক-উল আলম সহসভাপতি রশিদ হাসান খান আলো, সাধারন সম্পাদক ফারুক হোসেন, সাংবাদিক আতিকুর রহমান টিটু, মাজেদুল হক মানিক, কামারুজ্জামান খান, ফজলুল হক মন্টু, রাশেদুজ্জামান, মেহের আমজাদ, রামিজ আহসান, মাহবুবুল হক পোলেন, শেখ শফিউদ্দিন, আলহাজ মুন্সি ওমর ফারক প্রিন্সসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। স¤প্রতিক সময়ে দেশব্যাপি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিকরা। সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন বন্ধ করে কাজের সৃষ্ট পরিবেশ নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।