ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : দীর্ঘ ৩৮ বছরেও বিচার হয়নি বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশারফ হত্যার। এমনকি এই দীর্ঘ সময়ে কেউ তার হত্যার বিচারও চাননি। বরং চলছে নানা অপপ্রচার। তাই এই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। ইসলামপুরে বীরউত্তম খালেদ মোশারফের ৩৮তম মৃত্যু বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তার জেষ্ঠ্য কন্যা মেহেজাবীন খালেদ মোশারফ বেবী। তিনি ৮ নভেম্বর শুক্রবার বিকেলে ইসলামপুর বীরউত্তম খালেদ মোশারফ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওইসব কথা বলেন।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেশাল জালাল কোম্পানীর যুদ্ধকালীন কমান্ডার শাহ্ মো. জালাল উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক ফরহাদ হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানার পারভীন পুথি, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাসের চৌধুরী চার্লেস, যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান লাভলু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আ. সালাম, সদর ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান শাহীন, জালাল উদ্দিন, রেহান আলী, মহিলা লীগের সাধারন সম্পাদিকা রাশেদা প্রমুখ।
