ইন্টারন্যাশনাল ডেস্ক : বাংলাদেশেরে রাজনৈতিক পরিস্থিতে যুক্তরাষ্ট্রের আচরণে ভারতের প্রধানমন্ত্রীর উদ্বেগের বিষয়টিতে গুরুত্ব দিয়ে তা প্রশমনে ওবামা তার কর্মকর্তাদের নিবিড় আলোচনা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন।

বার্তা সংস্থা পিটিআইর উদ্ধৃিত দিয়ে ৮ নভেম্বর শুক্রবার প্রকাশিত দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওবামার নির্দেশের পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে আলোচনা করে নিজেদের দূরত্ব ঘোচানোর প্রয়াস ইতোমধ্যে চালিয়েছেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনার সাম্প্রতিক নয়া দিলি সফর ওই প্রক্রিয়ায়ই অংশ বলেও প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়।
বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কী করণীয়, তা দেশটির রাজনীতিকদেরই ঠিক করা উচিত বলে ওয়াশিংটন মনে করে । যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে তা বলা হয়েছে,। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন দেখতে চায়। আর ওই পথ সুগম করতে এবং দ্বন্দ মেটাতে দুই প্রধান দলের সংলাপে অংশ নেওয়া উচিত বলেও মনে করে যুক্তরাষ্ট্র ।
