এইচ,এম নাসির উদ্দিন আকাশ ঝালকাঠি : ঝালকাঠি ও বরগুনা জেলার কাঠালিয়া,বামনা উপজেলার বিষখালী নদী সংলগ্ন চালিতাবুনিয়া আমুয়া বন্দর সংযোগ সেতুটি বিধস্ত হওয়ার দেড় বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত সরকার সেতুটি মেরামত করার কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে ঝালকাঠি,বরগুনা ও পিরোজপুর জেলার সড়ক সংযোগ যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন রয়েছে। ফলে এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী,চাকরিজীবি ও সাধারন পথচারীরা। এ সেতুটি ভেঙ্গে যাওয়ায় প্রতিদিন হাজার,হাজার যাত্রীকে জীবনের ঝুকি নিয়ে খেয়ার নৌকায় পারাপার হতে হচ্ছে। গত বছর ৪ মে কাঠালিয়া উপজেলার আমুয়া ও বামনা উপজেলার চালিতাবুনিয়া বন্দরের সাথে ১০৫ মিটার লম্বা এ সংযোগ সেতুটির নিচে পিলারের সাথে বালু বোঝাই একটি কার্গো ধাক্কা লেগে সেতুটির ৩ এর ২ অংশ ভেঙ্গে নদীতে পড়ে ডুবে যায়। সেতুটি বিধর্বস্ত হওয়ার পর ঝালকাঠি জেলার কাঠালিয়া,ভান্ডারিয়া ও রাজাপুর ও বরগুনা জেলার বামনা পিরোজপুর জেলার মিরুখালীর লাখ,লাখ মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে। সব চেয়ে বেশি দূর্ভোগের মধ্যে পড়েছেন,আমুয়া ও বামনার শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত যাতায়াতকারী শিক্ষক,শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। একটি সেতুর কারনে দূর্ভোগে পড়েছে তিনটি উপজেলার মানুষ। সেতুটি দ্রুত মোরামত বা পূর্ননির্মানের দাবীতে সংসদ সদস্যদের কাছে আবেদন,মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে ভুক্তভোগীরা।