মেহের আমজাদ, মেহেরপুর : সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা, মামলা, হুমকি ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রিপোর্টার্স ইউনিটি মেহেরপুর। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে মেহেরপুর বাসস্ট্যান্ড রিপোর্টার্স ইউনিটির সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে জেলার স্থানীয়, জাতীয় পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকেরা মানববন্ধনে অংশগ্রহন করেন। মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, সহ-সভাপতি রশিদ হাসান খাঁন আলো, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মাজেদুল হক মানিক সহ সংগঠনের অন্যান্য সদস্যরা মানববন্ধনে বক্তব্য রাখেন। পরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের এক সঙ্গে কাজ করার আহব্বান জানান।
