রেজাউল করিম বকুল, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জের বালিজুরি সদর বিটের প্রায় সাড়ে ৩শ একর জমি এখনও পতিত রয়েছে। এ জমিতে এবার বাগান করা না হলে সরকারের প্রায় কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়ার আশংকা রয়েছে। রেঞ্জ কর্মকর্তার দায়সারা কর্মকান্ড আর অনিয়ম-দুর্নীতির কারণে ওই বিশাল জমি পতিত থাকছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় উপকারভোগিরা। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করছেন তারা।
জানা যায়, বালিজুরি রেঞ্জের বালিজুরি সদর বিটের ২০০০ ও ২০০১ অর্থ বছরের সৃজিত উডলট বাগান প্রায় দেড় বছর আগে নিলামে বিক্রি হয়। এরপর থেকেই ওই জমি পরিত্যক্ত রয়েছে। সেই থেকে স্থানীয় হতদরিদ্র ও উপকারভোগী ক্যাটাগরী লোকজন সেখানে বাগান করার জন্য রেঞ্জ অফিসার মাহবুব আলমের দ্বারস্থ হয়। কিন্তু রেঞ্জ অফিসার তাদের কাছ থেকে দাবি করেন নগদ নারায়ন। তারা তা দিতে অস্বীকার করেন। ফলে তিনি সেখানে বাগান করতে গড়িমসি করে আসছেন। নিজেকে দায় মুক্তি করতে সেখানে ২০/২৫ একর জমিতে নামমাত্র বাগান করা হয়েছে। এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে নানা প্রশ্ন ওঠছে। কেউ বলছেন, ওনি তো চলে যাবেন, কিন্তু বাগান না হলে এখানকার শত শত লোক সুবিধা থেকে বঞ্চিত হবে। অন্যদিকে সরকার হারাবে প্রায় কোটি টাকার রাজস্ব।
এ ব্যাপারে রেঞ্জ অফিসার মাহবুব আলম বাগান সৃজনে তার অনিহা ও গাফিলতির অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, প্লট অনুসারে বাগান করা হচ্ছে। এজন্য সময় লাগতেই পারে।
