মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা : রংপুরের মিঠাপুকুরে ১৫ বোতল ফেন্সিডিলসহ আ. মজিদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৬ নভেম্বর বুধবার রাতে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুরের এএসপি (সার্কেল) আবু নাছের এর নেতৃত্বে অভিযান চালিয়ে মিঠাপুকুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় একটি মামলা হয়েছে।