মো. কামরুল হাসান, মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর এলাংখালী ঘাটের উপর বহুকাঙ্খিত ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. বীরেন শিকদার। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে তিনি ওই ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মাছুদ আহম্মেদ, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা প্রমূখ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এলাংখালী ঘাটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়াম্যান আলহাজ্ব গোলাম রব্বানীর সভাপতিত্বে এক সমাবেশে এ্যাড. বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাছুদ আহম্মেদ, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, পুলিশ সুপার জিহাদুল কবির, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা, শালিখা উপজেলা চেয়াম্যান শ্যামল কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকন, সাজেদুর রহমান সংগ্রাম, রেজাউল করিম চুন্নু, মীর আব্দুস সামাদ, মো. আছাদুজ্জামান প্রমূখ।
সমাবেশ শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নকুল কুমার বিশ্বাস।
