পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বৃহস্পতিবার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নেত্রকোনা-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এএসএম শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সদরের ষ্টেশন বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সহ-সভাপতি মোবারক ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. ছালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ, আ. মান্নান, আ. গফুর, মেজবাহ উদ্দিন রুমী, আজিম উদ্দিন আরশাদ প্রমুখ।
অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি সাইদুর রহমান তালুকদারের নেতৃত্বে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।