জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের দোয়ারায় আমবাড়ীবাজার নিউ মিলন স্পোটিংক্লাবের আয়োজনে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে আমবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাটি নিউ মিলন স্পোটিং ক্লাব ও বেতগঞ্জবাজার ইমারত নির্মাণ সংঘের মধ্যে ২-২ গোলে ড্র হয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ও সুনামগঞ্জ-৫ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খাঁন, আনোয়ার হোসেন, খেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক তাহের উদ্দিন। খেলা পরিচালনা করেন, আব্দুল কাদির তালুকদার। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।