নীলফামারী প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে নীলফামারীর ডোমারে ভোগডাবুড়ি ইউনিয়নের টোলের ডাঙ্গা গ্রামে তনু রানী রায় (২২) নামের এক গৃহবধু আতœহত্যা করেছে। ৬ নভেম্বর বুধবার রাতে ওই ঘটনা ঘটে। সে ওই এলাকার ভক্ত রায়ের স্ত্রী। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা যায়, পারিবারিক কলহে ওই গৃহবধু বুধবার রাতে সবার অগোচরে বাড়ির অদুরে একটি গাছে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান ইছাহাক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
