ইয়ানুর রহমান, যশোর : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় রনি (১৬) নামে এক পরিবহন শ্রমিক মারাগেছে। সে চৌগাছা-মহেশপুর রুটে চলাচলকারি একটি বাসের হেলপার ছিল। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। সে চৌগাছার পাঁচ নামনা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে চৌগাছা থেকে মহেশপুরের দিকে ছেড়ে যাওয়া একটি বাস চৌগাছা ব্রিজের উপর উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা খায়। এ সময় রনি পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।