নজরুল ইসলাম বাচ্চু, (চারঘাট) রাজশাহী : রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটি ও দিক নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. শরীফুন্নেসা এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজশাহী মোহাম্মদ জাকির হোসেন। দিক নির্দেশনামূলক আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি আলমগীর কবির, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তূজা, আ’লীগের আহবায়ক আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম। এছাড়াও ৬টি ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে চারঘাটে রেললাইনে আগুন দেওয়া, মাদক , জননিরাপত্তা, সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
