শাহআলম, কালিহাতী, টাঙ্গাইল:সারাদেশের ন্যায় আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ২টি কেন্দ্রে ১০টি ভেন্যুতে জেএসসি-জেডিসি পরিক্ষায় মোট পরিক্ষার্থী ছিল ৫৩২৪জন।তার মধ্যে অনুপস্থিত ছিল ৮৩ জন। কালিহাতী আর.এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র প্রধান শ.ম.জামাল হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম জানান, পরিক্ষার্থীরা নকল মুক্ত পরিবেশে জেএসসি-জেডিসির যথাক্রমে ইংরেজি ১ম পত্র ও আরবী ২য় পত্র পরিক্ষা নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
