শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টার হরতালে পিকেটিং করার অভিযোগে কৃষকদলের সাধারন সম্পাদকসহ বিরোধী জোটের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। ৬ নভেম্বর বুধবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, ৩ দিনের হরতালে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা পিকেটিং কালে টায়ার জালিয়ে আতংক সৃষ্টি করে। এ অভিযোগে মঙ্গলবার রাতে দক্ষিন রাজাপুর গ্রামের খলিল ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তার পুত্র জিয়া উদ্দিন (২২)কে আটক করে। গতকাল বুধবার দুপুরে রায়েন্দা বাজার এলাকা থেকে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ (৪৫) ও শরণখোলা ডিগ্রি কলেজ মোড় থেকে যুব দল কর্মী রিয়াজ ঘরামীকে (২৫) আটক করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিশৃংখলা সৃষ্টির অপরাধে এদেরকে আটক করা হয়েছে।