ইয়ানুর রহমান, যশোর : বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টের নো ম্যান্স ল্যান্ডে যৌথ রিট্রিট সেরেমনি উদ্বোধন হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ৬ নভেম্বর বুধবার বিকেলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিল্ডে ওই সেরেমনির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এপারের নিরাপত্তা গেটে স্থাপিত বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ও কবি নজরুলের ম্যুরালও উদ্বোধন করেন।
দু’মন্ত্রী তাদের বক্তব্যে বলেন, এ রিট্রিট সেরেমনি কার্যক্রম দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি আরও জোরদার করবে। বাড়বে সচেতনতা। অবৈধ সীমান্ত পারাপারের প্রবণতাও কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সেরেমনি উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রেয় মল্লিক, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম, ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তীসহ দু’দেশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিটি বাংলাদেশ এর চীফ ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান এএফডাব্লিউসি আঞ্চলিক কমান্ডার, এ্যাসিস্ট্যান্ট হেড অব দি কমিটি (আঞ্চলিক কমান্ডার) কর্ণেল মো: নুরুল হুদা, চীফ কো-অর্ডিনেটর লে. কর্নেল এটিএম হাসান আহমেদ পি.এস.সি প্রমুখ। ভারতের পক্ষে আরো উপস্থিত ছিলেন বনগা’র এমপি শ্রী জিএস নস্কর।
দু’দেশের ওই যৌথ আয়োজনকে ঘিরে সীমান্ত এলাকা সেজেছিল বর্ণিল সাজে। বাড়ানো হয়েছিল নিরাপত্তা। উৎসবকে ঘিরে আনন্দ-উল্লাসের কমতি ছিল না সীমান্তের দু’পাড়ের সাধারণ মানুষের মাঝে।
এ অনুষ্ঠানে দু’দেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এখন থেকে প্রতিদিন সকালে দু’দেশের পতাকা সকালে উত্তোলন ও বিকেলে নামানো হবে। দু’ঘন্টার ওই অনুষ্ঠান শেষে যথা নিয়মে শুরু হয় পাসপোর্ট যাত্রীদের পারাপার ও আমদানি-রফতানি কার্যক্রম।
এদিকে অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, আজকের এ উদ্যোগ উভয় দেশের সীমান্তে সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের আদেশ বাস্তবায়নে সহায়তা করতেই স্বরাষ্ট্র মন্ত্রনালয় তারেক জিয়াকে ফেরত চেয়ে বৃটেনে চিঠি পাঠিয়েছে।