মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমানা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পৃথক দুই থানার পুলিশ। ৬ নভেম্বর বুধবার সকালে ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাটী গ্রামের আবদুল কাদিরের ছেলে রফিকুল ইসলাম (২৪) ও আবদুল মালেকের ছেলে সুমন মিয়া (২২)।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে কে বা কারা ওই দুই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী কংস নদের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পর দিন সকালে এলাকাবাসী কংস নদের দক্ষিন পাড়ে পূর্বধলা উপজেলার পাট্রা নামক স্থানে রফিকুল ইসলামের লাশ ও কংস নদের উত্তর পাড়ে রঘুবামপুর নামক স্থানে সুমন মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশীর আহমেদ বলেন, হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।