দৌলতখান (ভোলা) সংবাদদাতা : ভোলার দৌলতখানে সংখ্যালঘু পরিবারে গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গৌরাঙ্গ মিস্ত্রির বাসায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার সময় গৃহকর্তা গৌরাঙ্গ মিস্ত্রী বাসায় ছিলেন না। তার স্ত্রী নলীবালা (৫৫) ও তার ৫ বৎসরের নাতনী বাসায় ছিল। গৌরাঙ্গ ও তার দুই ছেলে ব্যবসায়িক কাজে দৌলতখান বাজারে ছিলেন। গৌরাঙ্গ ও তার দুই ছেলে বাসায় ফিরে দরজা খোলার জন্য ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় পিছনের দরজায় গিয়ে দেখেন দরজা ভাঙ্গা এবং তার স্ত্রী ননীবালা চকির উপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। ওই সময় ঘরে থাকা মূল্যবান স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় দুর্বত্তরা। ঘটনার পর খবর পেয়ে থানার ওসি মজিবল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ওসি জানান, ধারনা করা হচ্ছে. চুরির সময় দুর্বৃত্তদের চিনতে পারায় ওই হত্যাকান্ড ঘটেছে।
