তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে যুবদল সভাপতিকে পেটানোর ঘটনা নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বুধবার সকালে উপজেলা ডাকবাংলো চত্বরে এক প্রতিবাদ সভায় তানোর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষনা করে তাকে ও তার অনুসারী উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মালেককে বহিস্কারের দাবি জানানো হয়। পরে সেখান থেকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে গোল্লাপাড়া বাজারে প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তানোর পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ও সরণজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ও আবদুর রহিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান, কলমা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুলতান আহম্মেদ, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জাহিদুর রহমান জাহিদ, তানোর থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মোলাম মুর্তুজা প্রমূখ।
প্রসঙ্গত:, তানোরে বিএনপি’র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থানা যুবদলের সভাপতি মিজানূর রহমান মিজানকে সোমবার রাতে থানা ছাত্রদলের সভাপতি আবদুল মালেক তার দলবল নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। ওই ঘটনার সূত্র ধরে ওই রাতেই মিজান অনুসারীরা তানোর বাজারে বিক্ষোভ মিছিল বের করে মালেককে গ্রেফতার ও বহিস্কারের দাবি জানান। এসময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ভীতকর পরিস্থিতির সৃষ্টি হলে দোকানপাঠ বন্ধ করে দেয়। পরে পরিস্থিতি বেগতিক লক্ষ্য করে থানা পুলিশ তাৎক্ষনিক ভূমিকা নিলে উত্তেজিত পরিবেশ শান্ত হয়।
