বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে গোরস্থান থেকে লাশ চুরি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৬, ২০১৩ ২:১২ অপরাহ্ণ

Jamalpur_District_Map_Bangladesh_0দেলোয়ার হোসেন, জামালপুর  : জামালপুর সদর উপজেলায় গোরস্থানের কবর খোঁড়ে ৪ টি লাশ চুরির মত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ৫ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে নান্দিনা রানাগাছা ইউনিয়নের খড়খড়িয়া উত্তরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানিয়েছেন, মঙ্গলবার সকালে খড়খড়িয়া গোলাপ আলী মার্কেটের পূর্ব দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় সংলগ্ন ওই গোরস্থানে গিয়ে দেখতে পান সেখানকার বেশ কয়েকটি কবরে মাটি খোঁড়া। ভেতরে সুরঙ্গ এবং এলোমেলো অবস্থা। ওই সুরঙ্গ দিয়ে চোরের দল ৪টি লাশ বা মানুষের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। ওই সব মরদেহগুলো গত ৬ মাস থেকে ২ বছরের মধ্যে দাফন করা হয়েছিল। খড়খড়িয়া গোলাপ আলী মার্কেট এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সোমবার নূরে আলম লিটন (৩৫) নামে আমার এক ভাতিজার মৃত্যু হয়। তাকে দাফন করার জন্য মঙ্গলবার সকালে লোকজন নিয়ে আমি ওই গোরস্থানে গিয়ে দেখতে পাই গোরস্থানের একাধিক কবর খোঁড়া এবং মাটি এলোমেলো। এর মধ্যে থেকে বেশ কয়েকটি লাশ নেই। মুর্হুতের মধ্যে এ সংবাদ ছড়িয়ে পড়লে উৎসুক শত শত মানুষ ঘটনাস্থলে গিয়ে ভীড় করেন।
সদরের ৯নং রানাগাছা ইউপি চেয়ারম্যান লুৎফুল কবীর আকন্দ সোহাগ গোরস্থান থেকে লাশ চুরির ঘটনা নিশ্চিত করে তিনি জানিয়েছেন, গত এক বছরের ব্যবধানে নান্দিনায় নয়াপাড়া ঈদগা মাঠ সংলগ্ন গোরস্থান, ছোট নান্দিনা, বাদেচান্দি অনন্তবাড়ী গ্রামের গোরস্থান থেকে একাধিক লাশ চুরির ঘটনা ঘটেছে। তিনি জানান, অজ্ঞাত সংঘবদ্ধ চোরের দল গোরস্থান থেকে একের পর এক লাশ চুরি করছে। ঘটনা নিয়ে এলাকাবাসীর মাধ্যে ক্ষোভ হতাশা বেড়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!