তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বিশ্ব শান্তি কামনায় প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা মহানগরী’র মহেশাঙ্গণ প্রাঙ্গণে লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের যৌথ উদ্যোগে শনিবার সন্ধ্যায় রাখের ব্রত ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
ব্রতের প্রথমদিনে প্রায় ৮শতাধিক ব্রতী অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- মহেশাঙ্গণ লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি ডা. অমল ভৌমিক, সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক, নির্বাহী সদস্য টিটু সাহা, মহেশাঙ্গণ লোকনাথ যুব সেবা সংঘের সভাপতি অঞ্জন দে, সাবেক সভাপতি বরুন চক্রবর্ত্তী, সাবেক সভাপতি সেন্টু শীল (অভি), সাবেক সভাপতি দীলিপ কুমার নাগ কানাই, সহ-সভাপতি সঞ্জয় দাস, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন দেবনাথ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও কুমিল্লা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, কুমিল্লার সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক অমল মজুমদার, মহেশাঙ্গণ লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের অন্যান্য নেতৃবৃন্দ এবং কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত হাজারো দর্শনার্থী।
