কালিগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কালিগঞ্জে জাতীয় পার্টি থেকে গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসন থেকে মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খাঁন ও জাতীয় পার্টির বর্তমান অবস্থান জানতে মঙ্গলবার বিকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে আজম খানের নিজ বাস ভবন সংলগ্ন মাঠে কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের তৃনমূল নেতাদের সাথে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক সভা করেছেন। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্বাস মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খাঁন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর জাতীয় পার্টির আহŸায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি মিনহাজ আবেদীন বিশাল, সাধারণ সম্পাদক কাজী কামাল ভুট্টো, পৌর শ্রমিক পাটির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, শ্রমিক সন্তান ঐক্য পরিষদের সভাপতি মোঃ আব্দুল জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৫, কালিগঞ্জ আসন থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খাঁনকে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন করায় সাবেক সফল রাষ্ট্র নায়ক পল¬ী বন্ধু আলহাজ্ব হুসেন মোহাম্মদ এরশাদকে ধন্যবাদ ও আন্তরিক অনিন্দন জানান।
