হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পীকার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন বেসরকারী সাব সেক্টর পলাশডাঙ্গা যুবশিবিরের মহাপরিচালক আব্দুল লতিফ মির্জার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ৫ নভেম্বর মঙ্গলবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে পলাশডাঙ্গা যুব শিবিরের যোদ্ধারা, জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মরহুমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মুজিব সড়ক থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া মরহুমের জন্মস্থান উল¬াপাড়ায় নানা কর্মসূচী পালিত হয়েছে।
