মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পৌর ষ্টাফ কোয়ার্টারের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় পৌরসভার প্যানেল মেয়র নাহিদ হোসেন, পৌর কাউন্সিলর আমজাদ হোসেন মক্কু ও স্বাগত কিশোর দাসসহ পৌর সভার সকল কর্মকর্তা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, এডিপি ও পৌরসভার নিজস্ব অর্থায়নে মৌলভীবাজর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রানের দাবি প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে ১৫শ বর্গফুট জায়গায় ষ্টাফ কোয়ার্টার স্থাপন করা হবে।