বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি- জামায়াতসহ ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন মঙ্গলবার কোন ধরনের নাশকতা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। হরতালের সমর্থনে বরিশালের বাবুগঞ্জে সশস্ত্র বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতা-কর্মীরা। উপজেলার চাঁদপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হাসান সোহাগ ও সাধারন সম্পাদক রুবেল সরদারের নেতৃত্বে ওই মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা উপজেলার লাকুটিয়া সড়কে গাছের গুড়ি, টায়ার জ্বালিয়ে হরতাল সমর্থনে সশস্ত্র মহড়া বিক্ষোভ প্রদর্শন করে। রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সব ধরনের যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
