এম. এ করিম মিষ্টার, নীলফামারী : দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামোটি শান্তিপুর্ণভাবে নীলফামারীতে পালিত হচ্ছে ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতাল। হরতালের প্রথম দিনে সমর্থনে বিএনপির দুটি গ্র“প সকালে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামানের নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বাটার মোড়ে পৌর বিএনপির সভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর সরকারের নেতৃত্বে বের হওয়া মিছিলটি কালীবাড়ি মোড়ে সমাবেশ করে। হরতালের সময় শহরের অধিকাংশ ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অফিস আদালত ব্যাংক বীমা শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। এদিকে বেলা ১২টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় চ্যানেল আইয়ের ভিডিও এডিটর আব্দুর রশিদের ব্যাবহৃত মটরসাইকেল ভাংচুর করে পিকেটাররা। সকালে ডাকবাংলা সড়কেও ২টি মটরসাইকেল ভাংচুরের খবর পাওয়া গেছে। এছাড়া জেলার আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।