ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে জামাত নেতা শেখ মো: শাহাদাত হোসেনকে(৬৩) আটক করে আদালতে সোর্পদ করেছে। সে গুটুদিয়া গ্রামের মৃত হারুন অর রশিদ’র পুত্র ও জামাতের ইউনিয়ন শাখার সেক্রেটারি বলে জানা গেছে।
ডুমুরিয়া থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় গুটুদিয়া মোড় থেকে ইউনিয়ন জামাতের সেক্রেটারি শেখ মো: শাহাদাত হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে ।