ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার সদরে প্রেমঘটিত কারনে এক কলেজছাত্র গলায় রশি দিয়ে কলেজছাত্রের আতœহত্যা করেছে।সে বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মোজাম্মেল হোসেনের পুত্র।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, গতকাল সকালে ডুমুরিয়া বাজারের একটি ক্রোকারিজ দোকান ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে হৃদয় শেখ (১৮) নামের এক কলেজ ছাত্র আতœহত্যা করে।
সে ওইদিন সকালে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে কর্মচারিরা দোকান বন্ধ দেখে বাসায় খবর দিলে তারা এসে দরজা খুলে হৃদয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের পর সুরোত হাল রির্পোট শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেন। ডুমুরিয়া থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, হৃদয় প্রেম ঘটিত কারনে আতœহত্যা করেছে।
