ঠাকুরগাঁও প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের ২য় দিনে ঠাকুরগাঁওয়ে বিএনপি-আওয়ামীলীগের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদকসহ ৩০জন আহত হয়েছে।
মঙ্গলবার ১২টার দিকে আওয়ামীলীগের একটি হরতাল বিরোধী মিছিল বের হয়। মিছিলটি চৌরাস্তা অতিক্রম করার সময় হরতাল সমর্থনকারীরা মিছিলকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন আহত হলে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় দেড় ঘন্টা ব্যাপী লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় ঠাকুরগাঁও শহর রণক্ষেত্রে পরিণত হয়। আওয়ামীলীগ-বিএনপি পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধ শতাধিক টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশসহ কমপক্ষে ৩০জন আহত হয়।
বেলা দেড়টায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে শহরে থমথমে উত্তেজনা বিরাজ করছে।