ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর-ঝিনাইগাতী সড়ক ও জনপদ বিভাগের সড়কটি সংস্কারের অভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ সড়ক পথে যাতায়াতকারী বিভিন্ন যানবাহন ও পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে জরুরী সংস্কার কর্মসূচী প্রকল্পের আওতায় এ সড়কের দু’পাশে সম্প্রসারণ কাজ হাতে নেয় সরকার। ঝিনাইগাতী উপজেলার কোয়ারীরোড থেকে উপজেলা সদর পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের সম্প্রসারণ কাজ সম্পূর্ণ করতে ঠিকাদারও নিয়োগ করা হয়। কিন্তু ঠিকাদার শুধু সড়ক খুড়াখুড়ির কাজ শেষ করে কাজ বন্ধ করে দিয়ে চলে যায়। এরপর আর নির্মাণ কাজ শুরু হয়নি। ওই ভাঙ্গা সড়ক পথে প্রতিদিন ভারী যানবাহনসহ শতশত ট্রাক,বাস, সিএনজিসহ বিভিন্ন যানবাহন চলাচলের কারনে তা ভেঙ্গে খানাখন্দকের সৃষ্টি হয়ে যানচলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সিএনজি শ্রমিক নেতা আলমতিন, ছোট মিয়া, রাজু মিয়া, হালিমসহ অনেকেই জানান, এ সড়কটি সংস্কার না করায় বর্তমানে প্রায় প্রতিদিনই এ সড়ক পথে দূর্ঘটনা ঘটছে। একটি যাত্রীবাহী বাস অন্য একটি বিপরীতমূখী যানবাহন সাইড নিতে গিয়ে অহরহ দূর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শোয়েব আহমেদ বলেন, পূর্বের কাজের মেয়াদ শেষ হওয়ায় নির্মাণ কাজ স্থগিত রয়েছে। সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে।