ইয়ানুর রহমান, যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার খায়রুল ইসলামের পরিবারের ৫ সদস্যকে অজ্ঞান করে ১২ ভরি স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকা ও মালামাল লুট করেছে দুর্বত্তরা। ৪ নভেম্বর সোমবার গভীররাতে ওই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে খায়রুল ইসলামের পরিবারের ৫ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার খায়রুল ইসলাম (৬৫), তার স্ত্রী মরিয়ম বেগম (৬০), ছেলে ইমামুল (৩০), ও মনির (৪০) এবং মনিরের স্ত্রী নিশানা (৩০)।
অসুস্থ খায়রুল ইসলামের শ্যালক নেছার আলী জানান, সোমবার রাত ১২ টার দিকে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত খায়রুল ইসলামের বাড়িতে হানা দেয়। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে চেতনানাশক ওষুধ নাকে ধরে পরিবারের ৫ সদস্যকে অচেতন করে ফেলে। পরে আলমারিতে থাকা ১২ ভরি ¯¦র্ণালংকার ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। মঙ্গলবার সকালে ওই বাড়ির গৃহপরিচারিকা এসে তাদেরকে অজ্ঞান দেখতে পান। পরে আত্মীয় স্বজনরা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খায়রুল ইসলামের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ কামরুজ্জামান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকার কোনো একটি চক্র এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
