আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে ৬০ ঘন্টা হরতালের ২য় দিন মঙ্গলবার সকালে উপজেলার ধামাইল এলাকায় পিকেটারদের সাথে পুলিশের আধ ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটাররা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা ৩ রাউন্ড গুলি ছোড়ে। পরে বিক্ষুদ্ধ পিকেটাররা ৩টি নছিমন ভাংচুর করে। এদিকে সড়কে গাছের গুড়ি ও বৈদ্যুতিক খুটি ফেলে ছাত্রদল নেতা-কর্মীরা পাঁচবাগ ইউনিয়নের লাজিম সরকারের মোড়ে ২টি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় ও ২টি টমটম, পৌর এলকার গ্যাস অফিসের সামনে একটি সিএনজি ভাংচুর করে পিকেটাররা।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি আছাবুর রহমান গুলি ছোড়ার কথা অস্বীকার করে বলেন, পিকেটারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
হরতাল চলাকালে গ্রেফতার, গুলি ও পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে গফরগাঁও উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহ-সভাপতি এবি সিদ্দিকুর রহমান বলেন, উপজেলার সর্বত্র হরতাল চলছে। তত্বাবধায়ক সরকার ব্যবসা পূনরায় চালু না হলে আন্দোলন আরো তীব্রতর হবে।