মঙ্গলবার , ৫ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় লন্ডন প্রবাসী সাজু সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৫, ২০১৩ ৭:৩১ অপরাহ্ণ
কুলাউড়ায় লন্ডন প্রবাসী সাজু সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত

মৌলভীবাজার প্রতিনিধি :  মৌলভীবাজারের কুলাউড়ায় লন্ডন প্রবাসী আব্দুল মুকিত সাজু (২৮) সন্ত্রাসীদের হামলায় গুরত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কুলাউড়া পৌরশহরের উত্তরবাজারৃস্থ প্রবাসীর বাসার সম্মুখের দোকানের ভেতর।
আহত লন্ডন প্রবাসী সাজু কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম আলহাজ্ব আব্দুল খালিক পাখি মিয়ার পুত্র।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কুলাউড়ার উত্তরবাজারস্থ মিলিপ্লাজার সম্মুখে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সুমাইয়া এন্টারপ্রাইজ নামে দোকানে বসে লন্ডন প্রবাসী আব্দুল মুকিত সাজু গল্প করার সময় প্রতিপক্ষ ছমছু মিয়া ও রীনা বেগমের ছেলে ফয়ছল (২৬) ও বলাই(২২)সহ ৫/৬ জন জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় তাদের সাথে আসা ভাড়াটিয়া সন্ত্রাসী কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের সুন্দর আলী(২৭) লন্ডন প্রবাসীকে দেশীয় অস্ত্র চাপাতি দিয়ে কুপাতে থাকলে তার হাল­া চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে গুরত্বর আহত অবস্থায় স্থানীয়রা লন্ডন প্রবাসী সাজুকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার বিষয়টি তদন্ত  সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!