বরগুনা সংবাদদাতা : হরতাল চলাকালে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলায় ১২ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বরগুনা সদর উপজেলার মজিবুর রহমান, মোহাম্মদ রুবেল, আহসান কবির, জুয়েল ইসলাম, আমতলী উপজেলার নুরুল ইসলাম, আল-আমিন, আবুল কালাম আজাদ, বামনা উপজেলার জসিম উদ্দিন, চুননু মিয়া, পাথরঘাটা উপজেলার মেকাল হোসেন, দুলাল হোসেন এবং বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন।

বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, হরতালকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকান্ড চালানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এসপি আরও জানান, মানুষের স্বাভাবিক জীবন যাত্রা যাতে ব্যহত না হয় সেজন্য পুলিশ কাজ করছে। অন্যদিকে জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল¬া দাবী করেন, তাদের গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্থ করার জন্য অন্যায়ভাবে এসব নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
