সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সালমান খানের সাথে অভিনয়ে আপত্তি নেই শাহরুখের

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ৫:২৬ অপরাহ্ণ

salman-shahrukhশ্যামলবাংলা বিনোদন : ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান জানিয়েছেন, ‘দাবাং’ তারকা সালমান খানের সঙ্গে একই ছবিতে অভিনয়ে কোনো আপত্তি নেই তার। তাঁদের মধ্যে আত্মমর্যাদার লড়াই কিংবা ব্যক্তিগত কোনো বিরোধ নেই বলেও জানান কিং খান। এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
শাহরুখ ও সালমান অভিনীত ‘করণ-অর্জুন’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। এরপর দেড় যুগ কেটে গেলেও আর কোনো ছবিতে বলিউডের অন্যতম প্রভাবশালী এ দুই তারকাকে একসঙ্গে দেখা যায়নি। আবার কোনো ছবিতে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা আছে কি-না, এমন এক প্রশ্নের জবাবে শাহরুখ খান বলেন, ‘ভালো চিত্রনাট্য নিয়ে প্রযোজক ও পরিচালকদের এগিয়ে আসতে হবে। ব্যাটে-বলে মিলে গেলে আবার আমরা একসঙ্গে কাজ করব ইনশাআল্লাহ। যদি সত্যিই এমনটা ঘটে তাহলে খুবই ভালো। আর যদি এমনটা নাও ঘটে, তাহলেও কোনো সমস্যা নেই। তিনি আরও বলেন, আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আত্মমর্যাদার লড়াইও নেই। দুজনের চলার পথটা ভিন্ন হলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে আমাদের ভেতর। আমরা একে অপরকে বহু বছর ধরে চিনি ও জানি। সালমানের পরিবারের সদস্যদের সঙ্গেও আমার ভালো সম্পর্ক রয়েছে। সব মিলিয়ে আবার এক ছবিতে অভিনয় না করার কোনো কারণ দেখি না। দেখা যাক, কতদূর কী হয়।’
উল্লেখ্য, এক সময় শাহরুখ ও সালমানের ভেতর দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু তাঁদের সেই বন্ধুত্বে ফাটল ধরে ২০০৮ সালে সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে। ওই দিন তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শাহরুখ-সালমান। সেই থেকে তাঁদের মধ্যে দূরত্বটা ক্রমেই বাড়তে থাকে। এরপর তাঁরা বছরের পর বছ কেউ কারও সাথে কথা বলেননি। শুধু তাই নয়, সুযোগ পেলেই কথার মারপ্যাঁচে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করেছেন। এভাবে বলিউডের চিরশত্রু দুই তারকায় পরিণত হন তাঁরা দু’জন।
তবে গত রমজান মাসে এক ইফতার পার্টিতে একে অপরকে আলিঙ্গন করে ৫ বছরের দ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন শাহরুখ-সালমান। এবার সালমানও এক ছবিতে অভিনয়ের বিষয়ে সবুজ সংকেত দেন কি না, সেইটাই দেখার বিষয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!