ইয়ানুর রহমান, যশোর : যশোরে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও গান পাউডার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ৪ নভেম্বর সোমবার ভোরে পৌর শহরের বারান্দিপাড়ার মোল্লাপাড়া থেকে ওই অস্ত্র, গুলি ও গানপাউডার উদ্ধার করে র্যাব।
র্যাব-৬ এর কমান্ডার জাহিদুল ইসলাম জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বারান্দি পাড়ার মোল্লা পাড়ায় অভিযান চালানো হয়। ওই সময় পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গান পাউডার, ১টি নাইন এম এম পিস্তল, ২টি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। র্যাবের ধারণা ,হরতালে নাশকতা ছড়াতে এসব গান পাউডার ও অস্ত্র, গুলি মজুদ করা ছিল।