মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টার হরতালে পুলিশের বাধায় হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল পন্ড হয়েছে। হরতালের সমর্থনে সোমবার বেলা ১১টার সময় শাহাজী পাড়াস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনসার-উল হকের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি কার্যালয়ের সামনে বের হলে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিলটি পন্ড হয়। পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল হক কালু, জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড় বাবু সহ বিএনপির নেতা-কর্মীরা মিছিলে অংশ গ্রহন করেন। পরে বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।