বিলাইছড়ি (রাঙ্গামাটি) সংবাদদাতা : রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের রানার আপ দল বিলাইছড়ি উপজেলা একাদশকে সংবর্ধনা প্রদান করেছে বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা। ৪ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নূরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদর্শন বড়–য়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমর কুমার তঞ্চঙ্গ্যা, প্রেস ক্লাব সভাপতি জসীম উদ্দিন তালুকদার,বোট মালিক সমিতির সভাপতি চাথোয়াই মার্মা,চন্দ্র লাল চাকমা রাহুল ও সংবর্ধিত ফুটবল একাদশের অধিনায়ক ভাগ্যধন চাকমা প্রমুখ। ভাল খেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রানার আপ হওয়ায় বক্তারা বিলাইছড়ি উপজেলা ফুটবল একাদশকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। প্রধান অতিথি ও সভাপতি উপজেলা পরিষদ থেকে ফুটবল দলকে আগামীতে প্রয়োজনীয় সহযোগীতা দেয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রত্যেক খেলোয়াড়,কোচ ও ম্যানেজারকে টুর্ণামেন্টের প্রাইজ মানি ও মেডেল বিতরণ করা হয়।