শ্যামলবাংলা ডেস্ক : এবার আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিরোধীদল গণতন্ত্রের পথে না এলে সরকার হার্ডলাইনে যাবে। তিনি ৪ নভেম্বর সোমবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে সরকারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের ওইকথা বলেন। এসময় তিনি বলেন, বিরোধীদলের আচরণ দেখে মনে হচ্ছে, তারা অরাজকতা-অস্থিরতার পথ বেছে নিয়েছে। তারা জ্বালাও-পোড়াও-হরতাল বাদ দিয়ে গণতন্ত্রের পথে না আসলে সরকার হার্ডলাইলে যেতে বাধ্য হবে। তাদের কোনো ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, সংলাপ হতে হলে অরাজকতা বন্ধ হতে হবে। সন্ত্রাস ও সংলাপ একসাথে চলতে পারে না। এসময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
