পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় রবিবার রাতে কীটনাশক পান করে দুদুমিয়া ফকির (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছে। তার বাড়ি উপজেলার হুগলা ইউনিয়নের জামিরাকান্দা গ্রামে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুদুমিয়া রবিবার রাত সাড়ে এগারটার দিকে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে বাড়ির লোকজন ওই কক্ষে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, নিহতের পরিবারের দাবী দুদুমিয়া দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারনা করা হচ্ছে রাতের কোনো এক সময় সে সবার অজান্তে কীটনাশক পান করে আত্ম হত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।