ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবিদ্বার ঊষা জুট মিলে আগুন : ব্যাপক লোকসানের আশংকা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ৭:৪৯ অপরাহ্ণ

fireমোঃ আমির হোসেন আমু,দেবিদ্বার(কুমিল­া) :  টানা ২১ঘন্টা চেষ্টার পরও সম্পূর্ণ ভাবে নিভানো যায়নি কুমিল্লা দেবিদ্বারের ঊষা জুট মিলের আগুন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার বিকাল ৪টা  নিভে-নিভে জ্বলছে আগুন। আগুন নিভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। ২৫ হাজার মন পাট পুড়ে ছাই ও অকেজো হয়ে যাওয়ায় ওই মিলের ব্যাপক লোকসানের আশংকা বিরাজ করছে।
সরেজমিনে সোমবার দেবিদ্বার উপজেলার সানানগর এলাকার ঊষা জুট স্পিনার্স লি: ঘুরে দেখা যায় ওই মিলের ২টি বড় গুদামের পিছনের গুদামটিতে অগ্নিকান্ড ঘটে। রোববার রাত ৮টা থেকে কুমিল­া জেলার বিভিন্ন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু ওই গুদামে পর্যাপ্ত পরিমান পাট মজুদ থাকায় ওই আগুন এখনও নিভে নিভে জ্বলছে। বিকাল ৩টা  কুমিল­া ও চান্দিনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সম্পূর্ণ রূপে আগুন নিভানোর কাজ চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস বৃহত্তর কুমিল¬া অঞ্চলের সহকারি পরিচালক মো. শাহাবুদ্দিন মজুমদার জানান, ‘ওই গুদামে যে পরিমান পাট আছে তাতে তিল ধারনের ঠাঁই নেই। যারফলে আগুন সম্পূর্ণ ভাবে নিভানো যাচ্ছে না। অগ্নিকান্ড ঘটার পর থেকে আমরা দেয়াল ভেঙ্গে ও চালের টিন খুলেও পানি দিচ্ছি তাতেও আগুন নেভানো যায়নি। সকাল থেকে পুড়ে যাওয়া পাটের অংশ ও স্তুপ আকারে থাকা ভেজা পাট বের করার সাথে সাথে এখনও ২টি ইউনিট পানি ছিটিয়ে আগুন নিভানোর কাজ চালিয়ে যাচ্ছে’।
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘গুদামের পাশে স্পিনিং মিল থাকায় সেখান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে’।
ঊষা জুট স্পিনার্স লি: এর সিনিয়র জেনারেল ম্যানেজার আলহাজ মো. ফরহাদ হোসাইন জানান, ‘এ মিলের পাশাপাশি ২টি গুদাম রয়েছে। পিছনের গুদামে এ অগ্নিকান্ড ঘটে। আর ওই গুদামে ২৫ হাজার ১৭০ মন পাট ও সামনের গুদামেও সমপরিমান পাট ছিল। অগ্নিকান্ডে পিছনের গুদামের সকল পাট পুড়ে ছাই হয়ে যায়। অপরদিকে আগুন নিভাতে ফায়ার সার্ভিসের পানিতে সামনের গুমাদের সকল শুকনো পাট ভিজে যায়, সে পাটগুলোরও গুনগত মান নষ্ট হয়ে যাওয়ায় বিদেশে রপ্তানী যোগ্য হবে না। পুড়ে ছাই-ভিজে নষ্ট হয়ে যাওয়া পাট ও আগুনে পুড়ে নষ্ট হওয়া গুদামসহ ক্ষয়-ক্ষতির পরিমান এখনও সঠিক ভাবে নির্ধারণ করা যাচ্ছে না’।
এ ঘটনায় দেবিদ্বার থানায় মিল কর্তৃপক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হারুন-অর রশিদ ঘটনা স্থল পরিদর্শন করেন।
উলে­খ্য, রবিবার রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনার হাড়িখোলা ও দেবিদ্বার উপজেলার সানানগর এলাকার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ঊষা জুট মিলের পাটের গুদামে এই অগ্নিকান্ড ঘটে। পাটের ওই গুমাদটি সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ রয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!