ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৮ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। ১৮ দলের ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে পুলিশ সদর উপজেলার ছাত্রদল নেতা এ্যাডভোকেট ফয়সাল,নলছিটি উপজেলার মোলার হাট ইউনিয়ন যুবদল সভাপতি মনির সিকদার,হানিফ খান,মাসুদ মোলাসহ ৮ জন কে নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
