মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জে ওয়ারেন্টভুক্ত জিআর মামলার পলাতক ৫ আসামী গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের লতিফ মিয়ার ছেলে দুদু মিয়া(২০), ইউনিয়নের বরমচাল চাবাগানের সীতানাথ কালোয়ারের ছেলে রাম নারায়ন কালোয়ার(২৫) ও যিশু সর্দার এর ছেলে ছোট নুনু(২২) এবং কমলগঞ্জ উপজেলায় জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার গবিন্দ্রপুর গ্রামের শংঙ্কর বিন প্রসাদের ছেলে দুরগদা প্রসাদ বিন(৩৫) ও রাম চরন বিনের ছেলে রাম দরছ বিন(৩৩)কে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: বদরুল হাসান পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত পলাতক আসামীদেরকে সোমবার আদালতে প্রেরন করা হয়েছে ।
