লিয়াকত হোছাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) : বিরোধী দলের ৬০ঘণ্টা হরতাল অযৌক্তিক দাবি করে সারা বাংলাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধের দাবিতে ইসলামপুরে হরতালবিরোধী মিছিল হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জিয়া ও পৌর মেয়র আ. কাদের সেকের নেতৃত্বে ওই হরতালবিরোধী মিছিলটি বের হয়।
মিছিলটি পৌরসভা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে পথ সভা করেন। এতে বক্তব্য রাখেন সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা চেয়ারম্যান আঃ বারী মন্ডল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু নাসের চৌধূরী চার্লেস, প্রভাষক ফরিদ উদ্দিন আহম্মেদ, যুবলীগের সভাপতি পৌর মেয়র আঃ কাদের সেক, সাবেক ছাত্রনেতা নূর ইসলাম নূর, যুবলীগের সাধারণ সম্পাদক জাকিউল হক সরদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ প্রমূখ। অন্যান্যের মধ্যে ছিলেন সাবেক ভিপি জিয়াউল হক সরকার, ভিপি সাইফুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা ফরহাদ, ছাত্রলীগের সভাপতি জাফি আহম্মেদ সুমন। বক্তারা অবিলম্বে হরতাল প্রত্যাহারের আহ্বান জানান।
