রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালের সমর্থনে অবশেষে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ৪:২৬ অপরাহ্ণ

Sherpur-2স্টাফ রিপোর্টার : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালের সমর্থনে অবশেষে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জোটের প্রধান শরিক বিএনপি। ৩ নভেম্বর রবিবার দুপুর ২ টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে আইনজীবী নেতাদের সম্মুখভাগে নিয়ে গৃর্দানারায়ণপুর এলাকা থেকে বের করা বিক্ষোভ মিছিলটি নিউমার্কেট মোড়ে পৌছতেই পুলিশ বাধা দেয়। পরে পাশে থাকা জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ করতে হয় মিছিল।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. শাহীন হাসান খান ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল মজিদ বাদল ও এডভোকেট জাহিদুল হক আধার, যুগ্ম সাধারণ সম্পাদক লুতফর রহমান মানিক ও শহীদুল ইসলাম ভিপি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. আব্দুল মান্নান,দপ্তর সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রাকিব, ফরহাদ আলী, মহিলা দলনেত্রী পৌর প্যানেল মেয়র নুরজাহান বেগম, যুবদল নেতা আমিনুল ইসলাম শিপন চেয়ারম্যান, জেলা যুব আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, সদস্য সচিব এডভোকেট হারুনুর রশিদ বাচ্চু, এডভোকেট হারুন অর রশিদ মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, অভ্যন্তরিণ দ্বন্দ্ব, মামলা আর পুলিশী বাধার কারণে মহাজোট সরকারের প্রায় সময়টাই বিরোধী দলের হরতাল-অবরোধ, বিক্ষোভসহ কোন কর্মসূচিতেই শেরপুরে মাঠে বেরোতে পারেনি বিএনপি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!