এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা মিছিল করেছে। ৩ নভেম্বর রবিবার সকালে ওই মিছিলটি পৌরসভা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারি পরিষদের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক সুজন শাহ, শাহজাহান আলী, নাদিম অন্যান্যরা। বক্তারা অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, সৈয়দপুর থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু-বিন- আজাদ দীর্ঘদিন ধরে বিপক্ষে লেখালেখির পাশাপাশি প্রকাশ্যে মেয়রকে গুলি করে হত্যার হুমকি দিলে পৌর পরিষদের পক্ষ থেকে একটি মামলা করা হয়।