রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দপুরে ৪ দিনে শিয়াল কামড়ের শিকার ৫ ব্যক্তিসহ শতাধিক পশু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩, ২০১৩ ১২:২১ অপরাহ্ণ

sheal dfdএম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর শহরের উপকন্ঠে বিমানবন্দর বাড়াইশালা মাঝাপাড়ায় ৪ দিনে ৫ ব্যক্তিসহ অর্ধশতাধিক গরু, ছাগল ও ভেড়া শিয়ালের কামড়ের শিকার হয়েছে। শিয়ালের কামড়ের শিকার ব্যক্তিরা হচ্ছে  খায়রুল বাশার (৫৬), আখতার হোসেনের স্ত্রী শাহানা বেগম (৩৪), আফজালের স্ত্রী লাভলী (২৬), ভাতিজি লিপি (১৬), নয়াপাড়ার অতুল চন্দ্র রায় (২৮)। শিয়ালের কামড়ের শিকার ওই ব্যক্তিরা স্থানীয় ১শ’ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান।
এদিকে শিয়ালের কামড়ের শিকার মানুষ ও প্রাণিদের প্রতিষেধক ভ্যাকসিন দিতে না পারায় গ্রামটিতে জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ দফতরকে ঘটনাটি জানানো হয়েছে। কিস্তু প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বলে অভিযোগ উঠেছে। রাতের আঁধারে গ্রামটিতে আকস্মিকভাবে শিয়াল ঢুকে একের পর এক মানুষ, পশুকে কামড়ায়। বর্তমানে গ্রামটিতে শিয়াল আতঙ্ক বিরাজ করছে।
সৈয়দপুর প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডা. আব্দুর রাজ্জাক শিয়াল কামড়ানোর ঘটনাটি স্বীকার করে জানান, তিনি নিজে গিয়ে পশুর চিকিৎসা দিয়েছেন। তিনি জানান, তাদের দফতরে শিয়াল কামড়ের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ নেই, তাই তারা দিতে পারছেন না।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!